当前位置:首页 > आईपीएल टुडे मैच

Kolkata League: সোমবার ভবানীপুরের বিরুদ্ধে কি আদৌ মাঠে নামবে ATK মোহনবাগান?

এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কি কলকাতা লিগে (Kolkata League) খেলবে?সোমবারভবানীপুরেরবিরুদ্ধেকিআদৌমাঠেনামবেATKমোহনবাগান প্রশ্নটা ক্রমেই বড় হয়ে উঠছে। কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচ শুরু হতে দু'দিন বাকি। এখনও তাদের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানাতে পারেনি এটিকে মোহনবাগান। রবিবার সুপার সিক্সের প্রথম দিনে ইস্টবেঙ্গল (Emami East Bengal) এবং মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) নৈহাটি ও কল্যানী স্টেডিয়ামে খেলবে। ইমামি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ খিদিরপুর। আর মহমেডান খেলবে এরিয়ানের বিরুদ্ধে।এই অবস্থায় সুপার সিক্সের বাকি পাঁচটি দল প্রস্তাবিত সূচি অনুসারে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিলেও এটিকে মোহনবাগান কিছুই জানায়নি। সোমবার এটিকে মোহনবাগান সূচি অনুসারে ম্যাচ ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে। কিন্তু মোহনবাগান কর্তারাবলছেন নির্দিষ্ট সময়ে তাদের অবস্থান জানানো হবে। ধরে নেওয়াই জস্য এবারের কলকাতা লিগে নেই এটিকে মোহনবাগান। তার ওপর শুক্রবার এবং শনিবার কোচ জুয়ান ফেরান্দো দলের অনুশীলনে ছুটি দিয়েছেন। রবিবার প্র্যাকটিস করতে আসবেন ফুটবলাররা। তাই একটা ক্ষীণ আশা রয়েছে। তবে সবুজ মেরুন শিবিরের অবস্থান দেখে মনে হচ্ছে না তারা সোমবার মাঠে নামবে।আইএফএ (IFA) সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন এটিকে মোহনবাগান যদি না খেলে তবে তাদের কিছুই করার নেই। এখন প্রশ্ন হল এটিকে মোহনবাগান অবস্থান স্পষ্ট করলে আইএফএ বিকল্প পরিকল্পনা করতে পারে। সেক্ষেত্রে রেলওয়ে এফসিকে সুযোগ দেওয়া যেতে পারে। এদিকে ইমামি ইস্টবেঙ্গল কলকাতা লিগে অংশগ্রহনের ব্যাপারে সবুজ দিয়ে দিয়েছে। সেইমত অনুশীলনও চলছে জোরকদমে। প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে সম্ভবত রিজার্ভ টিমের ফুটবলার দিয়েই একাদশ গড়া হবে। রিজার্ভ দলের উপরেই কলকাতা লিগে ভরসা করছে ইমামি অন্যদিকে প্রস্তুতিতে ব্যস্ত মহমেডান স্পোর্টিং। ২৫ সেপ্টেম্বর এরিয়ানের বিরুদ্ধে খেলবে আন্দ্রে চেরিনেশভের দল। গতবছর চ্যাম্পিয়ন হয়েছিল সাদাকালো শিবির। এবারও প্রথম ম্যাচ থেকেই ঝাঁপাতে চাইছে তারা। যাতে ডুরান্ডের ব্যর্থতা ভুলে লিগ খেতাব ধরে রাখা যায়।

分享到: